চট্টগ্রামে আ.লীগের সম্মেলনে চেয়ার ছোড়াছুড়ি


চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরুর আগেই পদপ্রত্যাশী দুই সাধারণ সম্পাদকের অনুসারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় চেয়ার ছোড়াছুড়ির ঘটনাও ঘটে।

শনিবার সকাল ১০টার দিকে নগরের লালদিঘি ময়দানে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আতাউর রহমান ও সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দীনের সমর্থকদের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

কোতোয়ালি থানার ওসি মো. মহসিন বলেন, আওয়ামী লীগের দুই নেতার অনুসারীদের মধ্যে হাতাহাতি শুরু হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এতে বড় ধরনের কিছু হয়নি।

উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধন অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এছাড়া আরও উপস্থিত রয়েছেন সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু, যুগ্ম সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ উপ-মন্ত্রী এনামুল হক শামীম, শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

এর আগে শনিবার বেলা সোয়া ১১টায় কাউন্সিলের শুভ উদ্বোধন ঘোষণা করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *