‘কনসার্ট ফর ডিজিটাল বাংলাদেশ’-এ গান গাইতে আগামী বৃহস্পতিকবার (১২ ডিসেম্বর) সিলেট আসছে জলের গান। ওইদিন সন্ধ্যা ৬ টায় সিলেট জেলা স্টেডিয়ামে এ কনসার্ট অনুষ্ঠিত হবে। এতে জলের গানের পাশপাশি স্থানীয় শিল্পীরাও সঙ্গীত পরিবেশন করবেন। সিলেট বিভাগীয় প্রশাসনের আয়োজনে এই কনসার্ট সকলের জন্য উন্মুক্ত বলে জানিয়েছেন আয়োজকরা।
তথ্য অফিস সিলেটের উপ পরিচালক জুলিয়া জেসমিন মিলি জানান, “সত্য মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সিলেট বিভাগীয় প্রশাসনের উদ্যোগে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৯ উদযাপন উপলক্ষ্যে ১২ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় সিলেট জেলা স্টেডিয়ামে বিভাগীয় পর্যায়ে‘কনসার্ট ফর ডিজিটাল বাংলাদেশ’-এর আয়োজন করা হয়েছে।