টিসিবির পেঁয়াজ কিনতে ক্রেতাদের সেই লম্বা সারি নেই


কয়েক দিন আগেও ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভ্রাম্যমাণ পেঁয়াজ বিক্রয় কেন্দ্রে ছিল ক্রেতাদের লম্বা সারি। তবে সেই চিত্রের পরিবর্তন ঘটতে শুরু করেছে।

শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর বাড্ডা লিংক রোড এলাকায় টিসিবির ভ্রাম্যমাণ পেঁয়াজ বিক্রয় কেন্দ্রে এই চিত্র দেখা যায়। টিসিবির এই বিক্রয় কেন্দ্র শুধু বেশি বড় পেঁয়াজ বিক্রি করা হচ্ছিল।

এখানে বেশ কিছুক্ষণ অবস্থান করে দেখা যায়, অনেকেই পেঁয়াজ কিনছেন, কিন্তু আগের মতো আর সেই লম্বা সারি নেই। টিসিবির পিকআপ ভ্যানের পাশ ঘিরে অনেকটা জটলা পাকিয়ে যার যার মতো ৪৫ টাকা কেজিতে পেঁয়াজ কিনছেন ক্রেতারা। যানজটে আটকে থাকা বাস থেকেও যাত্রীরা পেঁয়াজ কিনছিলেন তখন।

তবে পেঁয়াজের মান নিয়ে প্রশ্ন তুলছিলেন ক্রেতাদের কেউ কেউ। ক্রেতাদের একজন অভিযোগ করে বলেন, ‘পেঁয়াজের মান ভালো না। তাই একবার কিনতে এসে ঘুরে গেছি। আবার আসলাম, ভাবছি কিনব কি-না।’

সম্প্রতি সরবরাহ বাড়তে থাকায় কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। কমবেশি ১০০ টাকায় মিলছে এক কেজি পেঁয়াজ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *