ডিভোর্সের খবর প্রিয়াঙ্কা, চটে গেলেন পরিণীতি!


বিনোদন ডেস্ক ::  বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক নিক জোনাস। গত বছর বেশ ধুমধাম করেই বিয়ে করেন দুই মুলুকের এই তারকা জুটি। বিয়ের পর বেশ ফুর্তিতেই দিন কাটছে তাদের। আর তাদের শেয়ার ছবিতে এমনই প্রমাণ মেলে।

তবে হঠাৎ করেই যেন উদয় হলো তাদের বিচ্ছেদের খবর। আর তাতেই চটে গেলেন প্রিয়াঙ্কার বোন পরিণীতি চোপড়া।

আমেরিকার ‘ওকে’ ম্যাগাজিন প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের পর থেকে প্রায় সব বিষয়েই দু’জনের মধ্যে ঝগড়া হচ্ছে। কাজের ব্যাপার হোক অথবা একে অপরের সঙ্গে সময় কাটানোর ব্যাপারে বনিবনা হচ্ছে না এ দম্পতির। আর তাই বিচ্ছেদের পথ বেছে নিয়েছেন তারা।

এমন খবরে বিপরীতে পরিণীতি চোপড়া বলেন, ওই প্রতিবেদনটি সর্ম্পণ ভিক্তিহীন। এ বিষয়ে আমি কিছুই বলতে চাই না। ‘কেসারি’ অভিনেত্রীর মত, যদি ওই খবরের কোনো সত্যতা থাকত, তাহলে প্রতিবেদন নামিয়ে ফেলত না ট্যাবলয়েডটি।

এছাড়া, ওই ম্যাগাজিনের বিরুদ্ধে আইনি নোটিস পাঠাবেন বলে জানিয়েছেন প্রিয়ঙ্কা। আইনজীবী মারফত দু’জনেরই পাবলিক ইমেজ নষ্ট করার ক্ষতিপূরণ দাবি করবেন বলে খবর।