ভোটের লড়াইয়ে মিষ্টি ভোজন


খাবারে পোলাও বা বিরিয়ানি, যাই হোক না কেন, শেষ পাতে মিষ্টি না হলে যেন সাধই মেটে না। উৎসব-পার্বণে বছরজুড়ে বাঙালির ভোজ মেনুতে মিষ্টির জয়জয়কার। এখন ভোট উৎসবইবা বাদ যায় কেন! ভোটের আমেজে তাই মিষ্টিও সেজে উঠেছে ভোটের রঙে।

হাতে হাতে হাত-হাতুরি-কাস্তে-তারা, সেজে উঠছে পদ্ম আর ঘাসফুল। নিপুন হাতে তুলির টান, না দেয়াল লিখন বলে ভুল করবেন না। জিভ ভিজে আনা ক্ষীরের সন্দেশই ক্যানভাস। কড়াপাকে ঘাসফুল, দুধসাদা ক্ষীরে পদ্মফুল, কারো বা মন মজেছে লাল কাস্তে-তেরঙা হাতে। স্বাদে আহ্লাদে ডেজার্টের প্লেটেও ভোটের লড়াই। কোচবিহারের সিলভার জুবিলি রোডের মিষ্টি এখন ভোট মিষ্টি।

প্রচারের শুরুতেই মিষ্টিমুখ হয়েছে নকুলদানায়। এবার দলের প্রতীকেই মিলবে সুস্বাদু ক্ষীরের সন্দেশ। বেচাবিক্রি নিয়ে তাই নো টেনশন। ভোটের বাজার সরগরম। প্রতি মুহূর্তেই চড়ছে উত্তেজনার পারদ। আর ভোট লড়াইয়ের কাঁধে ভর করে ব্যবসায়ীদের মুখে ফুটেছে হাসি।