যশোরের কেশবপুর উপজেলায় বিদ্যুতের তারে জড়িয়ে মা-ছেলের করুণ মৃত্যু হয়েছে। ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মাকেও প্রাণ দিতে হলো।
বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে কেশবপুরের হাসানপুর ইউনিয়নের টিটাবাজিতপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন ওই গ্রামের আব্দুল আলিমের স্ত্রী জোসনা বেগম (৪০) ও ছেলে আল-আমিন (১৮)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আল-আমিন বুধবার বাড়ির পাশের মাঠে তাদের সেচ প্রকল্পের বিদ্যুৎ সংযোগের কাজ করছিলেন। এ সময় আল-আমিন বিদ্যুতের তারে জড়িয়ে যান। ছেলেকে বাঁচাতে ছুটে যান মা জোসনা বেগম। তিনিও বিদ্যুতের তারে জড়িয়ে যান। এতে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কেশবপুর থানা পুলিশের ওসি মোহম্মদ আবু সাঈদ বলেন, বিদ্যুতের তারে জড়িয়ে মা ও ছেলের করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।