ডেস্ক রিপোর্ট :: বরিশালের কীর্তনখোলা নদী থেকে অবৈধভাবে বালু উঠানোর অভিযোগে মঙ্গলবার সন্ধ্যায় পাঁচজনকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. সোহেল, মো. সবুজ, মো. রেজাউল, মো. জসিম হাওলাদার ও মো. মহসিন। তাদের কাছ থেকে ড্রেজার মেশিন উদ্ধার করা হয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী এ দণ্ড দেন। এর আগে ড্রেজার মেশিনসহ তাদের আটক করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী বলেন, অবৈধভাবে বালু সংগ্রহকারীদের এ অভিযান অব্যাহত থাকবে।