ছাত্রলীগের সুনাম ও অর্জনকে ধরে রাখতে হবে: এমপি সামাদ


সিলেট- ৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতে গড়া গৌরব ও গর্ব আর অহংকারের ছাত্রলীগের সুনাম, ও অর্জনকে ধরে রাখতে হবে। ছাত্রলীগের প্রতিটি নেতা কর্মীকে আদর্শিক আচরনের মাধ্যমে মানুষের সেবা করে যেতে হবে। ভালো এবং কল্যানকর কাজে সকলকে নিয়োজিত রাখতে যে কোন ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে।

শনিবার ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত চন্ডী প্রসাদ স্কুল মাঠে ছাত্রলীগের পুর্নমিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনেদ আহমেদ।

সাধারন সম্পাদক এ,এম ফারহান সাদিকের সঞ্চালনায় পুর্নমিলনী অনুষ্ঠানে উদ্বোধক ও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন খান, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, সাধারন সম্পাদক আব্দুল বাছিত টুটুল, ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিবুল ইসলাম শাহ, সাধারন সম্পাদক নাসির উদ্দীন রতন, মীর শাখাওয়াত হোসেন তরু, কমিউনিটি নেতা জুনেদ আহমদ চৌধুরী, সাবেক ছাত্রলীগের সাবেক নেতা মুহিব উদ্দীণ বাদল, শাহ মুজিবুর রহমান জকন, জায়েদ ইকবাল সুনাম, আব্দুল মতিন, এবি এম কিবরিয়া ময়নুল, নুরুল হোসেন খোকন, মামুন আহমেদ নেওয়াজ, আব্দুল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদ, সাবেক সাধারন সম্পাদক এম, রায়হান চৌধুরী, মাশার আহমেদ শাহ প্রমুখ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ছাত্রলীগ নেতা বদরুল আলম বুলবুল, আব্দুল হামিদ, মুর্শেদ আলম মান্না, মাহবুবুল ইসলাম চৌধুরী, আশরাফুল হক এমাদ, ফয়ছল আহমদ, দক্ষিন সুরমা ছাত্রলীগের নেতা ছদরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের নেতা, সাইফুর রহমান চৌধুরী, মনিরুল ইসলাম মুন্না, এমন আহমদ, রুবেল আহমদ, খালেদ আহমদ, শেকুল ইসলাম শান্ত, দেবব্রত পাল, ইমরান খান রুবেল, রুপক আহমদ।

পুনর্মিলনী অনুষ্ঠানে ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতা কর্মিদের উপস্থিতি মিলন মেলায় পরিনত হয়। পুনর্মিলনী উপলক্ষে বিভিন্ন ইউনিটের অসংখ্য মিছিল এসে যোগ দেয় অনুষ্ঠানস্থলে।