সিলেট ইকোপার্কে প্রথমবারের মতো বাচ্চা প্রসব করেছে চিত্রা হরিণ


সিলেট টিলাগড় ইকোপার্ক ও বণ্যপ্রাণী সংরক্ষণকেন্দ্রে প্রথমবারের মতো বাচ্চা প্রসব করেছে চিত্রা হরিণ। শনিবার সকাল ১০টার দিকে ইকোপার্কের ৮টি হরিণের মধ্যে একটি বাচ্চা প্রসব করে। হরিণ শাবক সুস্থ আছে বলে জানিয়েছেন ইকোপার্কের প্রাণী পরিচর্যায় নিয়োজিত কর্মীরা।

ইকোপার্ক ও বণ্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রের পরিচর্যাকর্মী গালিব আল মাহমুদ জানান, শনিবার সকালে সংরক্ষণ কেন্দ্রের একটি হরিণীর সাথে শাবক দেখতে পান। সদ্য জন্মনেওয়া শাবকটি নিয়ে ঘুরছিল হরিণী। শাবকটি সুস্থ আছে বলেও জানান তিনি।

বনবিভাগ সূত্রে জানা যায়, টিলাগড় ইকোপার্ক ও বন্যপ্রাণী সংরক্ষণকেন্দ্রে ৮টি হরিণ রয়েছে। এর মধ্যে বাচ্চা দেওয়ার অপেক্ষায় আছে চারটি। শনিবার একটি হরিণ বাচ্চা প্রসব করে।