হবিগঞ্জে আগুনে পুড়লো সাত দোকান


ডেস্ক রিপোর্ট :: হবিগঞ্জ শহরতলীর এড়ালিয়া বাজারে মঙ্গলবার রাতে ভয়াবহ আগুনে সাতটি দোকান পুড়ে গেছে।

আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো আক্তার হুসেনের ডেকোরেটার্স এর দোকান, নাসির মিয়ার মুদি দোকান, দুলাল মিয়া ও ভক্ষত মিয়ার দুটি স্টেশনারি, একটি চা স্টল ও একটি সেলুন।

ক্ষতিগ্রস্ত দোকানে মালিক আক্তার মিয়া জানান, আগুনে তার ডেকোরেটার্সের সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

হবিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল হাই বলেন, এড়ালিয়া এলাকার আক্তার মিয়ার দোকানের মোমবাতির আগুন থেকে এর সূত্রপাত হয়। পরে আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যেই অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।