খুলনা-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের ছোট ছেলে অভিজিৎ চন্দ্র চন্দ (২৫) হারপিক পানে মারা গেছেন।
বুধবার (২২ জানুয়ারি) রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। স্কয়ার হাসপাতালের আইসিইউ বিভাগের চিকিৎসকরা এ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হেলিকপ্টার যোগে বিকালে ঢাকায় নেয়া হয়।
পরিবার সূত্র জানিয়েছে, বেলা সাড়ে ১১টায় তাকে খুমেক হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। তিনি খুলনার ডুমুরিয়ায় গ্রামের বাড়িতে বসেই সকালে হারপিক পান করেন। তবে কী কারণের তিনি হারপিক পান করেন, আত্মহত্যার চেষ্টা করেছেন তা জানা যায়নি।
এর আগেও সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের মেয়ে জয়ন্তী রানী চন্দ ওরফে বেবি অস্বাভাবিক মৃত্যুবরণ করেন। তবে তার মৃত্যুর কারণও জানা যায়নি। শোনা গেছে, তিনিও বিষক্রিয়ায় মারা গিয়েছিলেন। এরপর সাবেক এ মন্ত্রীর জামাতা বাংলাদেশ ব্যাংকের ডিজিএম প্রভাষ কুমার দত্ত দুর্বত্তদের হাতে গুলিবিদ্ধ হয়ে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।