মৌলভীবাজারে শুরু হওয়া পরিবহন ধর্মঘট প্রশাসনের আশ্বাসে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ৬টা থেকে এই ধর্মঘট শুরু করে মৌলভীবাজার সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ।
ট্রাক-ট্যাংকলরি-কাভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে হামলা ও ভাংচুরের প্রতিবাদে এবং দায়েরকৃত মামলার আসামি গ্রেপ্তারের দাবিতে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ঘোষণা দিয়েছিল মৌলভীবাজার সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ।
বৃহস্পতিবার বিকেলে মৌলভীবাজার সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব আজাদুর রহমান অদুদ ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রশাসন ও পরিবহন শ্রমিক নেতাদের যৌথ সভা শেষে আগামী ২৭ জানুয়ারির মধ্যে তাদের দাবি মানা হবে বলে আশ্বাস পেয়ে এই ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে।