মিশিগানে স্থায়ী কনস্যুলেট দাবি যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের


যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক ড. এম ডি রাব্বী আলম রবিবার এক বিবৃতিতে মিশিগানে বাংলাদেশের স্থায়ী কনস্যুলেট প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন। ড. রাব্বী এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী ড. একে মোমেনকে এবং পরিষদের মিশিগান প্রতিনিধি মিনহাজ রাসেল চৌধুরী এবং নিউইয়র্ক প্রতিনিধির উপস্থিতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিরেক্টরের মাধ্যমে স্মারকলিপি পাঠিয়েছেন।

ইমেলের বার্তায় ড. রাব্বী বলেন, মিশিগানে প্রায় এক লাখ বাংলাদেশী আমেরিকান বসবাস করেন এবং তারা বছরে কোটি কোটি টাকার ফরেন রেমিটেন্স দেশে পাঠান। আর তাদেরই কনস্যুলেট সহায়তা নেয়ার জন্য মিশিগানের বসবাসরত বাংলাদেশীদের দীর্ঘ ১২ থেকে ১৩শ’ মাইল ড্রাইভ করে সেই সেবা নিতে যেতে হয়। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রে বাংলাদেশী আমেরিকানদের সংখ্যা যেমন দিন দিন বাড়ছে, তেমনি ভোগান্তিও বেড়েই চলেছে। বিবৃতিতে তিনি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন যে, মিশিগানে অনতিবিলম্বে একটি স্থায়ী কনস্যুলেটের ব্যবস্থা করা হোক। বিষয়টি সরাসরি তত্ত্বাবধান করার জন্য বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়। -বিজ্ঞপ্তি