স্থানীয় ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগও সম্প্রসারন শীর্ষক সেমিনার


স্টাফ রিপোর্ট :: বিজ্ঞানও প্রযুক্তি মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আয়োজনে এবং উপজেলা প্রশাসন মৌলভীবাজার সদরও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ এর বাস্তবায়নে বৃহস্পতিবার  ৪ এপ্রিল  উপজেলা পরিষদ হল রুমে “স্থানীয় ভাবে উদ্ভাবিতলাগসই প্রযুক্তির প্রয়োগও সম্প্রসারন শীর্ষক” সেমিনার ও প্রদর্শনী ২০১৮-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। রেডিওপল্লী কন্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মোহাম্মদ মেহেদি হাসানের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামানেরসভাপতিত্বে প্রধানঅতিথি হিসেবেউপস্থিত থেকে বক্তব্য রাখেন মৌলভীবাজার রাজনগর -৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

এছাড়া ও উপস্থিত ছিলেন সদর উপজেলার সকল কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন স্কুলেরছাত্র-ছাত্রী , প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। মেলায় মোট ১৪টি স্টল অংশগ্রহন করে। মেলা চলবে আগামীকাল ৫ এপ্রিল শুক্রবার পর্যন্ত।