ভাগ্য উন্নয়নে কাজ করছে সরকার


ডেস্ক রিপোর্ট :: ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুল বলেছেন, মানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ষোল কোটি মানুষকে নিয়ে ভাবেন। পদ্মা সেতু, মেট্রোরেল, পায়রা বন্দর দৃশ্যমান। দেশের যত উন্নয়ন সবই আওয়ামী লীগের নেতৃত্বে।

বৃহস্পতিবার সকালে ভোলার বোরহানউদ্দিন উপজেলার নিজ বাস ভবনে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।

এমপি বলেন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বোরহানউদ্দিন-দৌলতখান উপজেলাকে নতুন রূপে সাজাতে চাই। এ দুই উপজেলার নেতাকর্মীদের বুকে আগলে রাখতে চাই। যখনই কোনো নেতাকর্মী বিপদে পড়েছে তাদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করেছি এবং ভবিষ্যতেও করব ইনশা আল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, পৌর মেয়র রফিকুল ইসলাম, দৌলতখান উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম খানসহ দুই উপজেলার আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতারা।