বাগদাদিকে ধরিয়ে দিলেই আড়াই কোটি ডলার পুরষ্কার


আন্তর্জাতিক ডেস্ক :: মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি সংগঠন আইএসে’র প্রধান আবু বকর আল-বাগদাদিকে ধরিয়ে দেয়া বা তার অবস্থান সম্পর্কে যথাযথ তথ্য সরবরাহ করার বিনিময়ে আড়াই কোটি মার্কিন ডলার পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছে ইরাকি সেনাবাহিনী।

এ সম্পর্কে দেশটির আনবার প্রদেশের সরকারি কর্মকর্তা ইব্রাহিম আল আওসাজ চীনের বার্তা সংস্থা জিনহুয়াকে জানান, লোকজনকে পুরস্কারের বিষয়ে জানাতে আনবারের রাজধানী রামাদিতে এ ঘোষণাসংবলিত লিফলেট ছড়িয়েছে ইরাকি সেনাবাহিনী।

লিফলেটে বলা হয়, দায়েশ নেতা ও তার যোদ্ধারা আপনাদের ভূমি দখল করছে এবং আপনাদের আপনজনদের হত্যা করছে। এখন সে তার পরিকল্পিত ধ্বংস ও মৃত্যুর হাত থেকে বাঁচতে লুকিয়ে আছে। গোয়েন্দাকে তার বিষয়ে সন্ধান দিয়ে এখন আপনারা প্রতিশোধ নিতে পারেন।

কয়েক দিন আগেই মার্কিন সমর্থিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স পূর্বাঞ্চলীয় সিরিয়ায় আইএসকে পরাজিত করার ঘোষণা দেয়।

এর পরই আবার বাগদাদিকে ধরিয়ে দেয়ার পুরস্কার ঘোষণায় ধারণা করা হচ্ছে, পূর্ব সিরিয়ায় পরাজয়ের পর বাগদাদি নিজের সঙ্গীদের নিয়ে ওই এলাকা থেকে পালিয়েছে।

২০১৪ সালে ইরাক ও সিরিয়ার কিছু অংশ দখল করার পর বিশ্বের মুসলিমদের শাসক হিসেবে নিজেকে ঘোষণা করেন বাগদাদি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *