ডেস্ক রিপোর্ট :: ‘চেতনার জাগরণে বই’ এ স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলে সাত দিনব্যাপী বইমেলার উদ্বোধন করা হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে শুক্রবার বিকেলে শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যানে এ বইমেলার আয়োজন করা হয়।
টাঙ্গাইলের ডিসি শহীদুল ইসলাম’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদের সচিব মো. শফিউল আলম।
এসময় বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল মান্নান ইলিয়াস, অ্যাডিশনাল এসপি (সদর) রেজাউর রহমান, বিশিষ্ট কবি ও মুক্তিযোদ্ধা বুলবুল খান মাহবুব, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সহ-সভাপতি খান মাহবুব প্রমুখ।
এসময় বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের অন্যান্য কর্মকর্তাসহ অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এর আগে প্রধান অতিথি শহরের কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।