চাটমোহরে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন


ডেস্ক রিপোর্ট :: পাবনার চাটমোহরে শুক্রবার বিকেলে হরিপুর মাঠে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। এ টুর্নামেন্টের উদ্বোধন করেন স্থানীয় এমপি মো. মকবুল হোসেন।

ডিসি জসিম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন- অতিরিক্ত ডিসি (সার্বিক) শাফিউল ইসলাম, চাটমোহর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল হামিদ মাস্টার, পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, ইউএনও সরকার অসীম কুমার, সিনিয়র সহকারী এসপি (চাটমোহর সার্কেল) ফজল-ই খুদা পলাশ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শহিদুল হক মানিক, ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন প্রমুখ।