মাসুদ পারভেজ:
ছুটছি তোমার পেছনে
তুমি উড়ে বেড়াচ্ছ ঘুড়ির মতোন
এ-ধার ও-ধার পেরিয়ে প্রজাপতি হয়ে
কখনও বা ঘাসফড়িঙ কখনও সোনালি ডানার চিল
তোমার পেছনে ছুটছি কালে-কালে
মহাকালে জমছে ধুলোময়লা, পায়ের ছাপ
তুমি উড়ছ রঙ্গিলা বাতাস হয়ে
ঘর-দোর ভুলে গিয়ে গাঙচিলে সন্ন্যাস হয়ে
তোমাকে ধরতে গিয়ে হাতড়াচ্ছি পথ
চোখ যাচ্ছে কর্পূর হয়ে
সেখানে বেহাত হচ্ছে একফালি চাঁদ
চন্দ্রালো, পূর্ণিমা, এলোকেশী চুলে খোপা
হাসনাহেনার সুবাস আর নবান্নের ঘ্রাণ
তোমাকে শূন্য ভেবে অশ্বিনী মেঘ
ঘামছি আমি রোজ, হারাচ্ছি দিশা
বেমালুম পথ ভুলছি বারবার
হারাচ্ছি নিজেকে তোমাকে পাবো বলে
শূন্য থেকে শূন্যে কিংবা গভীর অরণ্যে
তোমাকে পাবো বলে মুখ বুঝেছি
সইছি কত পাপ, না-পাওয়ার দহন
অঙ্গারে জমছে কালো, দিলে ধক কাবার
বাড়ছে রাত ভালোবাসার। ভালোবেসে শূন্য ধরার।