সারাদেশে সোমবার শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। সংযুক্ত আরব আমিরাতেও ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে দুইটি বাংলাদেশি স্কুলের এসএসসি পরীক্ষা শুরু হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ ও রাস আল-খাইমাহ বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজের ৭০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেন। দেশটিতে সোমবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত চলে এ পরীক্ষা।
আবুধাবি শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে ৩৭ জন এবং রাস আল-খাইমাহ বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে ৩৩ জন পরীক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন।