জাল কাগজ দেখিয়ে দেনমোহর আদায়ের দাবি, যুবক কারাগারে


স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর আদালতে জাল কাগজ দেখিয়ে দেনমোহরের ছয় লাখ টাকা পরিশোধের দাবি করেছিল এক যুবক। কিন্তু যাচাই-বাছাই শেষে ওই কাগজটি জাল প্রমাণিত হওয়ায় তাকে কারাগারে পাঠিয়েছে চট্টগ্রামের একটি পারিবারিক আদালত।

সোমবার (৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে ওই যুবককে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, গতকাল (রোববার) রাঙ্গুনিয়া পারিবারিক আদালতের বিচারক শ্রীজ্ঞান তঞ্চঙ্গ্যা এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত ওসমান রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের সাদেকের পাড়া গ্রামের বাসিন্দা।

আদালত সূত্রে জানা গেছে, রাঙ্গুনিয়ার গৃহবধূ নাছিমা আকতার তার স্বামী ওসমানের বিরুদ্ধে ২০১৯ সালে পারিবারিক আদালতে মামলা করেন। গতকাল ওই মামলার শুনানিতে তাদের দুজনের মধ্যে বিবাহবিচ্ছেদ হয়। এ সময় বাদী ও বিবাদীর উপস্থিতিতে আদালতে দেনমোহরের টাকা পরিশোধের বিষয় উঠে আসে।

তবে বিবাদী ওসমান দাবি করেন, তিনি দেনমোহরের টাকা পরিশোধ করেছেন। এর স্বপক্ষে তিনি একটি রসিদও আদালতে দাখিল করেন। তবে বাদী নাছিমা দাবি করেন, তিনি দেনমোহরের কোনো টাকা পাননি।

পরে আদালত রসিদটি পর্যালোচনা করে দেখেন সেটি ছিল জাল কাগজ। রাঙ্গুনিয়া পারিবারিক আদালতের বিচারক শ্রীজ্ঞান তঞ্চঙ্গ্যা তখনই প্রতারণার দায়ে ওসমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রাঙ্গুনিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, আদালতের আদেশ পেয়েই ওসমানকে গ্রেফতার করা হয়। সকালে চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।