অশ্লীল ভিডিও নিয়ে বিপদে টিকটক


ডেস্ক রিপোর্ট :: অ্যাপের মাধ্যমে অশ্লীল ভিডিও তৈরিতে উৎসাহের অভিযোগ উঠেছে টিকটকের বিরুদ্ধে। বলা হচ্ছে, এই অ্যাপের মাধ্যমে নারী ও শিশুদের মনে কুরুচিকর প্রভাব ফেলছে।

এ অভিযোগে ভারতের মাদ্রাজ হাইকোর্ট সম্প্রতি টিকটককে ব্যান করার জন্য কেন্দ্রকে নির্দেশ দিয়েছে।

তবে টিকটক কর্তৃপক্ষ বলছে, ‘আমরা স্থানীয় আইন ও নিয়মনীতি মেনে চলতে বাধ্য। এতদিন আমরা ২০১১ সালের তথ্যপ্রযুক্তি নিয়ম সংক্রান্ত নীতি মেনেই এগিয়েছিলাম। এখন মহামান্য মাদ্রাজ হাইকোর্টের আদেশের অপেক্ষা করছি। তা হাতে এলেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

টিকটক আরও জানিয়েছে, তাদের একমাত্র লক্ষ্য একটি সুস্থ ও সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে মানুষকে বিনোদন দেওয়া।

টিকটকের আগে এই অ্যাপ মিউজিক্যালি নামে সোশ্যাল মার্কেটে পরিচিত ছিল। যেটির মূল কোম্পানি ছিল বাইটডান্স। ধীরে ধীরে মিউজিক্যালির জনপ্রিয়তা বৃদ্ধি পায়। তখন বাইটডান্স কোম্পানি টিকটকের সঙ্গে যুক্ত হয়ে যায়।

সম্প্রতি অ্যান্ড্রয়েড এবং আইওএস ফোনে ১ বিলিয়ন বার টিকটক অ্যাপ ডাউনলোড হয়েছে। ২০১৮ পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে ফেসবুকের পর সবচেয়ে বেশি ডাউনলোডকৃত অ্যাপ হল টিকটক।

গত বছরের জুলাইয়ে ইন্দোনেশিয়ায় এই অ্যাপটিকে ব্যান করা হয়েছিল।