কোমড় দুলিয়ে ভোট চাইলেন নুসরাত


বিনোদন ডেস্ক :: কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। বর্তমানে শুটিংয়ের ব্যস্ততা ছেড়ে নেমে পড়েছেন রাজনীতিতে। বেশ কয়েকদিন ধরেই কোমর বেঁধে নেমে পড়েছেন ভোট প্রচারের জন্য। ব্যাপক উদ্দীপনা নিয়ে নির্বাচনের প্রচারের জন্য ব্যস্ত এই তারকা প্রার্থী। এবার আদিবাসীদের কাছে ভোট চাইতে গিয়ে তাদের সঙ্গে নাচেন এই সুন্দরী।

এ সময় স্টেজে উঠে বক্তব্য দেন নুসরাত। তবে তার বক্তব্যের আক্রমণের কেন্দ্রবিন্দুতে ছিল বিজেপি। এরপরে সভা শেষে আদিবাসী মহিলা ও ছোটদের সঙ্গে নাচের তালে তাল মিলিয়ে কোমড় দোলান নুসরাত।

প্রসঙ্গত, তারকাদের মধ্যে তৃণমূলের প্রার্থী হয়ে মিমি চক্রবর্তী এবং নুসরাত জাহান যাদবপুর ও বসিরহাট থেকে লড়বেন। বাঁকুড়ার বর্তমান সাংসদ মুনমুন সেনকে এবার প্রার্থী করা হয়েছে আসানসোল থেকে।