চুয়াডাঙ্গায় দুই রোহিঙ্গা নারীসহ আটক ৪


চুয়াডাঙ্গায় দুই রোহিঙ্গা নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ। শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে জেলার দামুড়হুদা উপজেলার ডুগডুগির বাজার থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন- কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের (৬ নং) প্রধান আমির হোসেনের মেয়ে জুবাইরা খাতুন (২০), বালুখালি ২৬ নং ক্যাম্পের ইসমাইল হোসেনের মেয়ে আনোয়ারা খাতুন (১৯), বরিশাল জেলার বাগদা গ্রামের ফজর আলীর ছেলে জাকির হোসেন (৪২) ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ গ্রামের ফজলুল হকের ছেলে নাফিজ সাদিক (২৬)।

পুলিশ জানায়, দুই রোহিঙ্গা নারীসহ চারজন চুয়াডাঙ্গা সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করবে- গোপন সংবাদে এমন খবর পেয়ে উপজেলার ডুগডুগির বাজারে অভিযান চালায় পুলিশ। সেখানে একটি ইজিবাইকের মধ্যে থাকা ওই দুই রোহিঙ্গা নারীসহ চারজনকে আটক করা হয়।

দামুড়হুদা মডেল থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর কবির জানান, আটকদের মধ্যে দুজন রোহিঙ্গা নারী। বাকি দুজন দালাল। দালালের পরামর্শেই তারা সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের পরিকল্পনা করে।