সিলেটে সহকারী পাবলিক প্রসিকিউটর নিযুক্ত হয়েছেন প্রবাল চৌধুরী পূজন


সিলেট মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এ.পি.পি.) নিযুক্ত হয়েছেন সিলেটের তরুণ আইনজীবী সাবেক ছাত্রনেতা প্রবাল চৌধুরী পূজন।প্রবাল চৌধুরী পূজনের সাথে আলাপ কালে তিনি জানান, প্রথমেই আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ সংশ্লিষ্ট সকলকে, যারা আমাকে গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত করেছেন, ২০০৩ সালে এইচ.এস.সি ১ম বর্ষে মদন মোহন কলেজে অধ্যায়ন থাকাকালীন সময়ে ছাত্রলীগের রাজনীতির হাতেখড়ি।

পরবর্তীতে সিলেট জেলা ছাত্রলীগের সিনিয়র সদস্য এবং সর্বশেষ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য নির্বাচিত হই। ছাত্র রাজনীতির পাশাপাশি আইনের উপর স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করি। আইনপেশায় যোগদান ২০১৩ সালে। ২০১৭ সালে সিলেট জেলা আইনজীবী সমিতির সহ-সম্পাদক নির্বাচিত হই। অদ্য সহকারী পাবলিক প্রসিকিউটর নিযুক্ত হই।আমি সকলের কাছে আর্শীবাদপ্রার্থী, যেন আমার উপর অর্পিত দায়িত্ব যেন সঠিক ভাবে পালন করতে পারি।