জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দিরাই’র হিমু সিলেটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ রাস্তায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দিরাই’র হিমু মিয়া সিলেটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত ১০ ফেব্রয়ারী মঙ্গলবার গভীর রাতে সে সিলেটের আল-হারামাইন হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন থাকা অবস্থায় মারা যান। সে জেলার দিরাই উপজেলার কুলজ্ঞ ইউনিয়নের নাচনী গ্রামের স্বপন মিয়ার ছোট ছেলে। উল্লেখ্য গত ২ফেব্রয়ারী জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জে হিমু মিয়া ও তার এক বন্ধু সড়কে র্দূঘটনায় গুরুতর আহত হন।

তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আশংঙ্কাজনক অবস্থায় সিলেট আল-হারামাইন হাসপাতালে নিয়ে যান সেখানে গত কয়েকদিন ধরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যান। তার মৃত্যুর খবরে তার পরিবারে শোকের ছায়া এসেছে।