পঞ্চগড়ের দেবীগঞ্জে দিয়াশলাই দিয়ে খেলতে গিয়ে আগুনে পুড়ে রাইয়ান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলাবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে দেবীগঞ্জ উপজেলা শহরের কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাইয়ান জেলা শহরের জালাসীপাড়া এলাকার আইনজীবী রাকিবুত তারেকের ছেলে।
স্থানীয়রা জানান, শিশু রাইয়ান কয়েকদিন আগে তার মায়ের সঙ্গে দেবীগঞ্জ কলেজপাড়া এলাকায় নানার বাড়িতে বেড়াতে যায়। মঙ্গলবার বিকেলে সবার চোখের আড়ালে আরও কয়েকজন শিশুসহ সে নানা বাড়ির খড়ের গাদার পাশে দিয়াশলাই নিয়ে খেলছিল। এ সময় তারা দিয়াশলাইয়ের কাঠি দিয়ে আগুন জ্বালালে খড়ের গাদায় আগুন লেগে যায়। অন্য শিশুরা চিৎকার দিয়ে পালাতে পারলেও রাইয়ান আগুনের মধ্যে আটকা পরে অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। খবর পেয়ে নীলফামারীর ডোমার ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
দেবীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার অগ্নিদগ্ধ হয়ে ওই শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।।