জ্বর ও কাশি নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তৌকির ইসলাম নামে আরও এক চীন ফেরত শিক্ষার্থী ভর্তি হয়েছেন। বুধবার বিকেলে দিনাজপুরের ফুলবাড়ি থেকে তাকে রমেক হাসপাতালে ভর্তি করা হয়। তৌকির ওই উপজেলার সুজাপুর গ্রামের কাদের মন্ডলের ছেলে।
এ নিয়ে গত এক সপ্তাহে করোনাভাইরাস সন্দেহে ৩ জন শিক্ষার্থী এ হাসপাতালে ভর্তি হলেন। এদের মধ্যে গত শনিবার তাশদীদ হোসেন ও রোববার আলামিন নামে এক শিক্ষার্থী ভর্তি হন।
এদের মধ্যে আলামিনকে সোমবার উন্নত চিকিৎসার জন্য ঢাকা কুর্মিটোলা হাসপাতাল স্থানান্তর করে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে গত মঙ্গলবার আইইডিসিআর থেকে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, আলামিন করোনাভাইরাসে আক্রান্ত না। এদিকে রমেক হাসপাতালে ভর্তি তাশদীদ হোসেনও শঙ্কামুক্ত বলে জানা গেছে।
রমেক হাসপাতালের পরিচালক ফরিদুল ইসলাম জানান, তৌকির ইসলাম নামে ওই শিক্ষার্থী শরীরে জ্বর ও কাশি নিয়ে হাসপাতালে আসলে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের করনা ইউনিটে তাকে ভর্তি করা হয়।