২০ নারীসহ ১৮৩ শ্রমিককে ফেরত পাঠিয়েছে সৌদি আরব


সৌদি আরব আরও ১৮৩ জন প্রবাসী বাংলাদেশি কর্মীকে ফেরত পাঠিয়েছে। বুধবার ও বৃহস্পতিবার ফিরে আসা এই শ্রমিকদের মধ্যে ২০ জন নারী রয়েছেন।

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের পক্ষ থেকে জানানো হয়, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের দুটি ফ্লাইটে এই শ্রমিকরা ফিরেছেন।

বুধবার রাত ১১টা ২০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা ফ্লাইটে ৮৯ জন ও আজ বৃহস্পতিবার সকাল ১১টা ১০ মিনিটে আরও ৯৪ জন এসেছেন।

প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে ফিরে আসা শ্রমিকদের খাবার ও পানীয় জলসহ জরুরি সেবা দেওয়া হয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এই ডেস্ক স্থাপন করেছে।

ব্র্যাক আরও জানায়, গত রাতে সৌদি আরব থেকে আট জন বাংলাদেশির মরদেহ পাঠিয়েছে সৌদি আরব।

ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান জানান, শুধুমাত্র জানুয়ারি মাসেই তিন হাজার ৬৩৫ জন বাংলাদেশি শ্রমিককে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। এদের মধ্যে অনেকেই ফিরেছেন খালি হাতে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *