ঝিনাইদহের মহেশপুরের বাঘাডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে রিপন খলিফা নামের এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে গুলি করে ধরে নিয়ে গেছে বিএসএফ। তিনি বর্তমানে ভারতের বগুলা হাসপাতালে চিকিৎসাধীন।
রিপন খলিফা উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের আশরাফ খলিফার ছেলে। শুক্রবার ভোররাতের দিকে এ ঘটনা ঘটে।
ঝিনাইদহ-৫৮ বিজিবি পরিচালক লে. কর্নেল কামরুল আহসান জানান, রিপন খলিফাসহ বাঘাডাঙ্গা ও আশপাশের এলাকার ৪/৫ জন যুবক ভারত থেকে গরু আনতে যায়। ভোররাতের দিকে গরু নিয়ে সীমান্ত পার হওয়ার সময় ভারতের অভ্যন্তরে রামনগর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে বাকিরা পালিয়ে এলেও পায়ে গুলিবিদ্ধ হয় রিপন খলিফা। পরে তাকে ধরে নিয়ে গিয়ে ভারতের বগুলা হাসপাতালে ভর্তি করে বিএসএফ সদস্যরা।