ভারতে সার্ভার সমস্যায় হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ


দিনাজপুরের হাকিমপুর উপজেলায় হিলি স্থলবন্দর দিয়ে আজ সোমবার সকাল থেকে ভারত বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। ভারতের কাস্টমসে সার্ভার বিকল হওয়ায় এই সমস্যার সৃষ্টি হয়েছে বলে জানান আমদানিকারকেরা।

হিলি স্থল বন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ জানান, গতকাল রোববার সন্ধ্যার পর থেকে হিলি কাস্টমসের সঙ্গে ভারতের মালদাহ, কলকাতা ও দিল্লির সার্ভার সংযোগ বন্ধ হয়ে যায়। তারপর থেকে বাংলাদেশে পণ্য রপ্তানি নিয়ে বিড়ম্বনায় পড়েন ভারতের রপ্তানিকারকেরা। তবে হিলি স্থলবন্দরের পানামা পোর্টে আমদানি পণ্যের লোড-আনলোড কার্যক্রম স্বাভাবিক রয়েছে। হিলি চেকপোস্ট দিয়ে পাসপোর্টে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *