দিল্লিতে বঙ্গবন্ধুকে নিয়ে বিশেষ আলোচনা সভা


ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির উপস্থিতিতে আগামী এপ্রিল মাসে দিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে সারা দিনব্যাপী অনুষ্ঠান। কলকাতায় কালের কণ্ঠকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন ভারতের টেকনো ইন্ডিয়া গ্রুপের কর্ণধার সত্যম রায় চৌধুরী।

সত্যম রায় চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে উনাকে শ্রদ্ধা জানানোর জন্য এবার দিল্লিতে এপ্রিল মাসের ৫, ৬ এবং ৭ তারিখে ইন্টারন্যাশনাল বেঙ্গলি কনফারেন্সের আয়োজন করা হচ্ছে। এই তিন দিনের মধ্যে একদিন আমরা উৎসর্গ করব উনাকে নিয়ে আলোচনার মধ্য দিয়।’

তিনি আরো জানান, উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। তাছাড়াও বাংলাদেশ থেকে একটি প্রতিনিধিদল এই অনুষ্ঠানের জন্য দিল্লিতে উপস্থিত থাকবে।

সত্যম বাবু বলেন, ‘ভাষা আন্দোলন সব বাঙালির আবেগের জায়গা, গর্বের জায়গা। আমাদের প্রতিষ্ঠানে বাংলাদেশ থেকে অনেক ছাত্র-ছাত্রী পড়তে আসেন। দেশ থেকে দূরে থেকেও তারা যেন দেশের কাছে থাকতে পারেন, সেই অনুভূতি দেওয়ার চেষ্টা করি আমরা।

পশ্চিমবঙ্গে একুশে ফেব্রুয়ারির নানা অনুষ্ঠান পালিত হলেও টেকনো ইন্ডিয়া হেড অফিস রাজারহাটে অনুষ্ঠিত হয়েছিল বিশাল এক অনুষ্ঠান। যাতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ব্রাত্য বসু এবং আরো অনেকে।

টেকনো ইন্ডিয়া গ্রুপের কর্ণধার বলেন, ‘একুশে ফেব্রুয়ারি আমাদের আবেগের দিন। তাই এই দিনে আমরা আমাদের নতুন স্কুল অফ ল্যাঙ্গুয়েজস এর যাত্রা শুরু করলাম, যেখানে ছটি ভাষা শেখানো হবে।’

ভাষা নিয়ে কথা প্রসঙ্গে সত্যম বাবু পশ্চিমবঙ্গে বাংলা ভাষায় অন্য ভাষার প্রভাব নিয়ে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, ‘বাংলা ভাষাকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠা করেছে বাংলাদেশ। আমাদের এখানে যে বাংলা ব্যবহার হয় তা মিশ্র, অন্য ভাষার প্রভাব থাকে।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *