এম রেজা টুনু সুনামগন্জ জেলা প্রতিনিধি :: সুনামগঞ্জ পৌর শ্রমিক কল্যাণ সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে একটানা পৌরসভার প্যানেল মেয়র হোসেন আহমদ রাসেলের সার্বিক ব্যবস্থাপনায় পৌরসভার ২য় তলায় ১৩০ জন ভোটারের প্রত্যক্ষ ভোটে দু’বছর মেয়াদি এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১১টি পদের মধ্যে সভাপতি,সহ সভাপতি ক্যাশিয়ার ও প্রচার সম্পাদক এই চারটি পদে প্রতিদ্বন্ধীতামূলক নির্বাচন অনুষ্ঠিত হলেও বাকি ৭টি পদে বিনা প্রতিদ্বন্ধিতায় প্রার্থীরা নির্বাচিত হন। সভাপতি পদে গোপাল সরকার ৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন,তার নিকটতম প্রতিদ্বন্ধী সুজিত সরকার ৫৪ ভোট,সহ সভাপতি পদে সখিল সরকার ৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নিকটতম প্রতিদ্বন্ধী মোস্তফা মিয়া ৫৯ ভোট,কোষাধ্যক্ষ পদে রিপন তালুকদার ৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নিকটতম প্রতিদ্বন্ধী সুন্দর দাস ৪৭ ভোট ও প্রচার সম্পাদক পদে নিলু দাস৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্ধী সজল দাস পেয়েছেন পরাজিত হয়েছে। বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিতরা হলেন সাধারন সম্পাদক পদে বিজয় কর,সহ সাধারন সম্পদক পদে অনুকূল দাস,সহ কোষাধ্যক্ষ পদে রাবানন্দ দাস,ক্রীড়া সম্পাদক পদে মিন্টু সরকার,দপ্তর সম্পাদক পদে জিতেন্দ্র বণিক নির্বাচিত হন। এ সময় নির্বাচন পরিচালনাকালে উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ.কাউন্সিলর গোলাম সাবেরীন সাবু,শেলী চৌহান ময়না,মেয়রের পিএস মোঃ নুরুল আমীন ও সুনামগঞ্জ পৌর শ্রমিক কল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বাবু রনজিৎ সরকার প্রমুখ।
সুনামগঞ্জ পৌর শ্রমিক কল্যাণ সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
