বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ।
শনিবার দুপুরে সুনামগঞ্জ জেলা বিএনপির আয়োজনে পৌর শহরের পুরাতন বাসস্টেশন এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিলটি বের হয়ে কিছুদুর আগালেই আলফাত ভবনের সামনে পুলিশ বাধাঁ দেয়। পরে সেখানেই প্রতিবাদ সমাবেশ করে নেতাকর্মীরা।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি ওয়াকিপুর রহমান গিলমান,রেজাউল হক,সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল, দপ্তর সম্পাদক বাকের আহমদ,যুবদল নেতা কালাচান,সেচ্চাসেবক দলের সাংগঠিনক সম্পাদক আব্দুল আহাদ জুয়েল,সেচ্ছাসেবক দলের নেতা সোহেল মিয়া প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সরকার আদালতকে ব্যাবহার বেগম জিয়ার জামিন আটকে রাখছে। পুলিশ দিয়ে খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে বন্ধ করা যাবে না, বিএনপি রাজপথে আছে রাজপথেই থাকবে। বেগম খালেদা জিয়াকে রাজপথের আন্দোলনের মাধ্যমে মুক্ত করা হবে।
সুনামগঞ্জে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির মিছিলে পুলিশের বাধা
