মিশিগানে বিশেষভাবে পালিত হবে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ


বাংলা সংবাদ ডেস্ক :: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে মিশিগান আইনসভা বিশেষ সম্মান জানাবে।

২৭ ফেব্রুয়ারি আমেরিকার বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক ডা. মো. রাব্বী আলমকে মিশিগান স্টেট সিনেটর পল ওজনো এবং মিশিগান স্টেট রিপ্রেজেন্টেটিভ লোরি স্টোনের পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়।

আগামী ১০ মার্চ মঙ্গলবার সকাল ১০টায় মিশিগানের সংসদ ভবনে এক সরকারী সাংসদীয় রেজ্যুলেশনের মাধ্যমে অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর আয়োজন।

মিশিগানের গভর্নর গ্রিচেন হুইটমার এবং মিশিগান লেফটেন্যান্ট গভর্নরও এই আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন।

লিখিত বার্তায় বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধু পরিষদ এবং এই সংস্থার ড. রাব্বি আলম এই আয়োজন করতে কঠোর পরিশ্রম করেছেন।

ড. রাব্বী আলম আমাদের কে এক বার্তায় জানান ‘কেন্দ্রীয় নেত্রবৃন্দ্র এবং বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ ব্যাক্তিবর্গ উপস্তিত থাকবেন । বিভিন্ন স্টেট থেকে ও যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের নেত্রবৃন্দ এবং আওয়ামী লীগ ও অঙ্গসংঠনের নেত্রবৃন্দ ও মিশিগানের রাজধানী ল্যান্সিং এ পার্লামেন্টে যোগদান করবেন ।’

ড. আলম আরও বলেন ‘এ অর্জন বাংলাদেশের অর্জন এবং আসুন আমরা এই ঐতিহাসিক অর্জন কে সকলে মিলে মিশে একসাথে পালন করি  ।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *