সিলেটের বিয়ানীবাজারে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার নাম হাবিবুর রহমান (৩৫)। সে বড়লেখার কাঁঠালতলী গ্রামের মৃত আমীন আলীর ছেলে।
সোমবার বিকেলে র্যাব- ৯ এর কোম্পানী অধিনায়ক এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে একটি আভিযানিক দল অবৈধ মাদক উদ্ধার ও আসামী গ্রেফতারে অভিযান পরিচালনা করেন। এ সময় বিয়ানীবাজারের পশ্চিম চরিয়া গ্রামস্থ সোনার বাংলা ব্রিক ফিল্ড এর পশ্চিম পাশে ১৯৫৫ পিস ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী হাবিবকে আটক করে র্যাব।