আব্দুল মুহিত :: মিশিগানে প্রবাসী বাংলাদেশীদের মধ্যে নেতৃত্ব সহযোগিতা বাড়ানোর অভিপ্রায়ে গত পহেলা মার্চ, রবিবার মিশিগান হ্যামট্রামিক শহরের টাকা এক্সচেঞ্জ বিল্ডিংয়ে অনুষ্টিত হল লিডারশীপ কুলাবরেশন বিষয়ক অনুষ্টান । অনুষ্টানটির আয়োজন করে বাংলাদেশী আমেরিকান ফেডারেশন অফ মিশগান ।
উক্ত সভায় মিশিগানের বিভিন্ন সামাজিক সংগঠনের প্রেসিডেন্ট এবং সেক্রেটারীবৃন্দের উপস্থিতিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। আলোচ্য বিষয়ের মধ্যে ছিল সংগঠনের বর্তমান কার্যক্রম, নীতিমালা প্রনয়ন, ভবিষ্যৎ পরিকল্পনা, মিশিগানে স্থায়ীভাবে বাংলাদেশ কনস্যুলেট অফিস স্থাপনের আবেদন, ইউ এস সেন্সাস ২০২০ ও পাবলিক চার্জ নীতিমালা সহ বিভিন্ন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মসূচী পালন করা। সভায় সিদ্ধান্ত মোতাবেক অতি শীঘ্রই বড় আকারে সভা আহবান করে কমিউনিটির জনসাধারনকে অবহিত করার কথা বলা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহ্বায়ক মোহাম্মদ আব্দুল আহাদ এবং অনুষ্ঠান পরিচালনা করেন কাজী এবাদুল ইসলাম। অনুষ্ঠানে আরও যে সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তারা হলেন শফিক রহমান, হেলাল খান, গিয়াস তালুকদার, মোঃ আব্দুল মুহিত, রেজাউল করিম চৌধুরী, আবু হোরায়রা দেওয়ান, সুফিয়ান কোরেশী, খোকন আহমেদ, জাবেদ চৌধুরী, মুহিত মাহমুদ, অহিদুর রহমান চৌধুরী, ফারুক আহমেদ চান, মাহফুজ চৌধুরী, হাবিব রহমান, গোলাম কিবরিয়া চৌধুরী, মিছবাহ উদ্দিন আহমেদ, মোঃ বদর উদ্দিন, মামুন উদ্দিন সামছু, আশরাফুল ইসলাম রাসেল, মোঃ জুবেরুল চৌধুরী খোকন, মোহাম্মদ এ লেইছ, আব্দুস শহিদ, মোহাম্মদ এ হোসেন সোলেমান, মোহাম্মদ মোতাকাব্বির শাহীন, সহিবুর রহমান প্রমুখ।