প্রকাশিত সংবাদের প্রতিবাদ


জনাব, গত ৩ মার্চ আপনার সম্পাদিত বাংলা সংবাদ ডটকম-এ প্রকাশিত “সিলেটে অবৈধ ভাবে বালাগঞ্জ এডুকেশন ট্রাস্টের ৭৬ লাখটাকা আত্মসাতের চেষ্টা” শীর্ষক সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সম্পূর্ণ অসত্য, উদ্দেশ্য প্রণোদিত, বানোয়াট তথ্য সন্নিবেশিত এই সংবাদ আমাদের চরমভাবে বিস্মিত করেছে, মর্মাহত করেছে। আমরা দ্ব্যর্থহীন ভাষায় এমন মনগড়া, এক পেশে এবং সর্বৈব মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ করছি।

জনাব সম্পাদক, আপনার অবগতির জন্য জানাতে চাই যে, প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর ডুকেশন ট্রাস্ট যুক্তরাজ্যে বাংলাদেশি দ্বারা প্রতিষ্ঠিত সবচেয়ে প্রাচীন এবং সর্ববৃহৎ এডুকেশন ট্রাস্ট। বাংলাদেশের প্রত্যন্ত বালাগঞ্জ এবং ওসমানীনগর অঞ্চলের শিক্ষার বিস্তারে যুগযুগ ধরে সাফল্যের সাথে এই সংগঠনটি দায়িত্ব পালন করে আসছে। আমরা মনে করি, সম্প্রতি দেশে ট্রাস্টের কার্যালয় স্থাপনেরএকটি মহতি উদ্যোগকে বানচাল করার লক্ষ্যে সম্পূর্ণ ভুল, অসত্য তথ্য উল্লেখ করে টাকা আত্মসাতের মিথ্যা  রিপোর্ট প্রকাশ করা হয়েছে ‌। যার মাধ্যমে এই ট্রাস্টের হাজারো ট্রাস্টি দ্বারা নির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের মানহানির হীনতর চেষ্টা করা হয়েছে।

জনাব সম্পাদক, আপনার জ্ঞাতার্থে আমরা এই তথ্য জানাতে চাই যে, বালাগঞ্জ এডুকেশন ট্রাস্ট ফান্ডের সমুদয় অর্থ সাংবিধানিক কাঠামোর মাধ্যমে সুরক্ষিত এবং অর্থ আয়-ব্যয়ের প্রতিটি হিসাব স্বচ্ছ ও সুনির্দিষ্ট। আমরা নির্বাচিত কর্মকর্তাগণ সংগঠনের সকল ট্রাস্টির নিকট দায়বদ্ধ। এখানে কারো পক্ষেই ফান্ডের এক টাকাও আত্মসাতের সুযোগ নেই।

এই পত্রের মাধ্যমে আমরা আনুষ্ঠানিকভাবে আপনার সংবাদমাধ্যমে প্রকাশিত উল্লেখিত রিপোর্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আমরা আশা করি, দ্রুততম সময়ের মধ্যে আপনি সংবাদটি বিষয়ে আমাদের প্রতিবাদ যথা গুরুত্ব সহকারে প্রকাশ করবেন।পাশাপাশি একজন সচেতন সম্পাদক হিসেবে আমরা এ বিষয়ে আপনার কাছ থেকে দুঃখ প্রকাশ প্রত্যাশা করছি।

পরিশেষে আপনি এবং আপনার সংবাদ মাধ্যমের সার্বিক মঙ্গল কামনা করছি

ধন্যবাদসহ

রবিন পাল

সভাপতি

মিজানুর রহমান মীরু

সাধারণ সম্পাদক

আনসার মিয়া 

ট্রেজারার


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *