করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি হওয়া সিলেটের যুবক একটি হোটেলে কাজ করতেন। তিনি দুবাইয়ের একটি আবাসিক হোটেল ও রেস্টুরেন্টে কাজ করতেন। সেই হোটেলের সবচেয়ে বেশি কাষ্টমার ছিল চীনের নাগরিক। তবে হোটেলটির নাম জানা যায়নি।
জানা গেছে, দুবাই প্রবাসী এ যুবক সেখানে থাকাকালীন সময়ে জ্বর উঠেছিল তার শরীরে। সেখানে চিকিৎসাও করান। পরে দুবাই থেকে গত ২৯ ফেব্রুয়ারি দেশে চলে আসেন।
দেশে আসার পর তার শরীরে জ্বর, কাশি কম ছিলনা। এতে তিনি শরণাপন্ন হন সিলেটের বেশ কয়েকজন বিশেষজ্ঞ ডাক্তারের। কিন্তু কিছুতেই কাজ হয়নি।
বুধবার তিনি এসব উপসর্গ নিয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান। ডাক্তাররা তখন সমস্যাগুলো শুনেন।
যেগুলো করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর লক্ষণ থাকে এর সাথে দুবাই প্রবাসি এই যুবকের রয়েছে। তখন চিকিৎসকরা তাকে ঢাকায় যেতে বলেন। কিন্তু সে ঢাকায় যেতে না চাওয়ায় তাকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে প্রেরণ করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। ঐ ওয়ার্ডে তার সাথে শুধুমাত্র তার বৃদ্ধ মা রয়েছেন।
দুবাই প্রবাসী এই যুবকের নাম জাকারিয়া (৩২)। তিনি কানাইঘাট উপজেলার সুতারগ্রামের হাফিজ আলী হোসেনের ছেলে।
আজ বৃহস্পতিবার তার রক্ত সংগ্রহ করেছে আইসিসিডিআর’র টিম। রক্ত ঢাকায় পাঠিয়ে পাঠানো হয়েছে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য। আর এই রিপোর্ট আসতে সময় লাগবে দুই দিন। এরপর জানা যাবে তিনি আসলে করোনা ভাইরাসে আক্রান্ত কি-না।
উল্লেখ্য, ঘাতক এই রোগের প্রাদুর্ভাব দেখা দেয় চীন থেকে। এরপর ছড়াতে থাকে সারা দুনিয়া জুড়ে। বর্তমানে এই রোগ মহামারী আকারে রুপ নিয়েছে।