সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাদারপার এলাকার আনফরের ভাঙায় বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছেন। গুরুতর আহত অবস্থায় আরো ২ ব্যক্তিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের বীরমঙ্গল হাওর (নোয়াপাড়া) গ্রামের মৃত ইসরায়েল আলীর ছেলে ময়না মিয়া (২৬) ও কুনকিরি গ্রামের আব্দুল কাদিরের ছেলে নুর মিয়া (৫২)। আহতদের মধ্যে বীরমঙ্গল হাওর (নোয়াপাড়া) গ্রামের আব্দুল গফুরের ছেলে জালাল উদ্দীন (৪৫) ও একই গ্রামের আবুল কালামের ছেলে আমির উদ্দিন।
জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় আনফরের ভাঙায় এ বজ্রপাত হয়।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ বলেন, বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে হাদারপার আনফরের ভাঙায় বজ্রপাতে ২ ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ২ জন। খবর পেয়ে এসআই জুনেল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের পরিবার লাশগুলো মর্গে না নেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন।