শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের


করোনাভাইরাস আতঙ্কে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। রবিবার সংগঠনটির মহাসচিব অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া এবং সভাপতি অধ্যাপক ড. এ এস এম মকসুদ কামাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। এ ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি নির্ধারিত সময়ের পূর্বে কার্যকর করার দাবি জানায় সংগঠনটি।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,করোনাভাইরাস (কোভিড-১৯) বিশ্বজুড়ে মহামারী রূপ নিয়েছে। ইতোমধ্যে ১৫০টি দেশে করোনা ভাইরাস বিস্তার লাভ করেছে। কোনো কোনো দেশে রাষ্ট্রীয় জরুরী অবস্থা জারি করা হয়েছে। আমাদের পার্শবর্তী দেশ ভারতের কেন্দ্রীয় সরকার করোনা ভাইরাসের বিস্তারকে বিজ্ঞপ্তির মাধ্যমে ‘বিপর্যয়’ হিসেবে ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গসহ ভারতের বিভিন্ন প্রদেশের এবং শ্রীলঙ্কার সকল শিক্ষা প্রতিষ্ঠান ইতোমধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে।

করোনায় সংক্রমিত রোগী সনাক্ত হওয়ার পর থেকে আমাদের দেশের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধী সমাজে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সাময়িকভাবে বন্ধ করার বিষয়ে একটি সম্মিলিত জনমত সৃষ্টি হয়েছে।

ইতোমধ্যে বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণ রোধে প্রায় আড়াই হাজার মানুষকে সঙ্গরোধ ব্যবস্থায় রাখা হয়েছে। এমতাবস্থায়, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান অনতিবিলম্বে সাময়িকভাবে বন্ধ ঘোষণা অথবা গ্রীষ্মকালীন ছুটি নির্ধারিত সময়ের পূর্বে কার্যকর করার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *