করোনাভাইরাসে জেরবার অবস্থা ইতালির। সেখানে গতকাল রবিবার ছয়শ ৫১ জনের প্রাণহানি ঘটেছে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে। এতে করে মৃতের সংখ্যা বেড়ে পাঁচ হাজার চারশ ৭৬ জনে ঠেকেছে। জানা গেছে, আক্রান্তের সংখ্যা এরই মধ্যে ৬০ হাজার ছাড়িয়েছে
ইতালিতে যদিও গত শনিবার ৭৯৩ জন মারা যাওয়ার ঘটনার তুলনায় রবিবার মৃতের সংখ্যা কমেছে। তার পরেও অস্বস্তি থামছে না। জানা গেছে, আগের দিনের তুলনায় আক্রান্তের হার ১০ দশমিক চার শতাংশ বেড়েছে।
দেশটির সিভিল প্রটেকশন সার্ভিসের প্রধান অ্যাঞ্জেলো বলেল্লি বলেন, রবিবার মৃতের সংখ্যা আগের তুলনায় কিছু কম। আমার এবং আমাদের প্রত্যাশা কয়েকদিনের মধ্যেই এই সংখ্যা হ্রাস পাবে।