নিউইয়র্কে করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে


যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৭৭৬ জনে। বর্তমানে ৯৯ জনের অবস্থা সংকটাপন্ন।

যুক্তরাষ্ট্রের তিন ভাগের এক ভাগ এবং সারা বিশ্বের শতকরা পাঁচ ভাগ আক্রান্ত রোগী নিউইয়র্ক সিটিতে। রোববার রাতে এই পরিসংখ্যান জানিয়েছে নিউইয়র্ক সিটির মেয়র অফিস।

মেয়র বিল দা ব্লাসিও সতর্ক করে দিয়ে বলেছেন, ‘সবচেয়ে খারাপ অবস্থা এখনও আসেনি। হাসপাতালগুলো এখন করোনাভাইরাস মোকাবিলায় লড়াই করছে। আক্রান্তের সংখ্যা এখন ১১ হাজারের কাছাকাছি।

নিউইয়র্ক সিটির কুইন্সে ৩ হাজার ৫০জন, ম্যানহাটনে ২ হাজার ৩২৪ জন, ব্রুকলিনে ৩ হাজার ১৫৪ জন, ব্রঙ্কসে ১ হাজার ৫৬৪ জন এবং স্টেটেন আইল্যান্ডে ৬৬৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

পুরো যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন অন্তত ৩৪ হাজার মানুষ। মৃত্যুবরণ করেছে চারশ জনের বেশি। এ পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ১৭৮ জন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *