করোনাভাইরাস এ ডেট্রয়েটে পুলিশ সদস্যের মৃত্যু


ডেট্রয়েট পুলিশ ডিপার্টমেন্টের একজন সদস্য করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মঙ্গলবারে মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছে ডেট্রয়েট পুলিশ। মেয়র মাইক দুগগান সোমবার বলেছেন, নগরীর ৯০০০ কর্মচারীদের মধ্যে ১৪ টি COVID ১৯-র শনাক্ত হয়েছে।এর মধ্যে পুলিশ বিভাগ সবচেয়ে বেশি, ৯ জন আক্রান্ত।
মেয়র বলেন , ২৮২ জন পুলিশ সদস্য সোমবার পর্যন্ত কোয়ারেন্টাইন এ আছেন যা শুক্রবার কোয়ারেন্টাইন থাকা সংখ্যার দ্বিগুণ। তবে তিনি আশা করছেন সব পুলিশ অফিসার সপ্তাহের শেষে কর্মস্থলে যোগদান করতে পারবে। কিছু পুলিশ সদস্য কর্মস্থলের বাইরে থাকা সত্বেও ডেট্রয়েটে বর্তমানে ২২০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *