জার্মানিতে পাঁচ বাংলাদেশি করোনায় আক্রান্ত


জার্মানিতে বসবাসরত অন্তত পাঁচজন বাংলাদেশি নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন বার্লিনে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ। আক্রান্তদের মধ্যে একজন নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

আজ শনিবার বাংলাদেশি রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ গণমাধ্যমকে বলেন, আক্রান্ত পাঁচজনের মধ্যে তিনজন পুরুষ ও দুইজন নারী। এদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য, যারা বার্লিনের বাসিন্দা। বাকি দু’জনের একজন মিউনিখ এবং অন্যজন ম্যুন্সটার শহরের বাসিন্দা।

রাষ্ট্রদূত বলেন, বার্লিনে করোনা আক্রান্ত পরিবারের এক পুরুষ সদস্য নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তবে, সেই পরিবারের অন্য সদস্যদের অবস্থা উন্নতির দিকে। মিউনিখে যিনি আক্রান্ত হয়েছেন তিনি নিবিড় পর্যবেক্ষণে ছিলেন, তবে এখন তার অবস্থা উন্নতির দিকে। আর মুন্সটারে আক্রান্ত ব্যক্তি ‘হোম কোয়ারান্টিনে’ রয়েছেন।

তিনি বলেন, আক্রান্তদের মধ্যে দু’জনের বয়স চল্লিশের কোঠায় আর বাকি তিনজনের বয়স ত্রিশের নীচে।

জার্মানিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। সরকারি হিসেবে দেশটিতে শুক্রবার অবধি আক্রান্তের সংখ্যা অন্তত ৪২,২৮৮ জন। আর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতোমধ্যে মারা গেছেন অন্তত ২৫৩ জন। দেশটিতে এই ভাইরাসে মৃতের হার বর্তমান শুণ্য দশমিক ছয় শতাংশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *