করোনার ভয়ে ইরাক থেকে সেনা প্রত্যাহার করেছে ফ্রান্স-ব্রিটেন


মহামারি করোনাভাইরাস তাণ্ডব চালাচ্ছে বিশ্বজুড়ে। ছড়িয়ে পড়েছে বিশ্বের ১৯৯ দেশ ও অঞ্চলে। বাদ যায়নি সাদ্দামের দেশ যুদ্ধবিধ্বস্ত ইরাক। তবে শুধু আতঙ্ক নয়, ইরাকীদের জন্য আশির্বাদও নিয়ে এসেছে করোনা। দীর্ঘদিন দেশটিতে মোতায়েন থাকা সেনাদের করোনা আতঙ্কে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ফ্রান্স।

এর আগে একই কারণে গত সপ্তাহে ইরাকে মোতায়েন সেনাদের সরিয়ে নিয়েছে ব্রিটেনও। একই কারণ দেখিয়ে চেক সামরিক বাহিনীও ইরাক থেকে তাদের সেনাদল সরিয়ে নিয়েছে।

ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, করোনাভাইরাস আতংকে সেনাদের সাময়িকভাবে সব ফরাসি সেনারা ইরাক ত্যাগ করবে। দেশটির সশস্ত্র বাহিনী মন্ত্রণালয়ে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের প্রেক্ষিতেই সেনা প্রত্যাহার হচ্ছে বলে জানানো হয়েছে। মন্ত্রণালয় থেকে একটি বিবৃতিও দেয়া হয়েছে।

আপাতত সেনা ফিরিয়ে আনবে ফ্রান্স। তবে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের বিরুদ্ধে বিমান হামলা অব্যাহত থাকবে।
ইরাকের প্রধানমন্ত্রীর মুখপাত্র দেশটিত আস সাবাহ সংবাদপত্রকে জানিয়েছেন, ফরাসি সেনারা এরইমধ্যে ইরাক ত্যাগ করেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *