করোনাভাইরাস সতর্কবাণী : আগামী দুই সপ্তাহে চরম অবস্থা ধারণ করতে পারে: সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ট্রাম্পের কড়া হুশিয়ারী


তোফায়েল রেজা সোহেল, মিশিগান :

করোনার বিস্তার ঠেকাতে যুক্তরাষ্ট্রে আরও এক মাস সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার হুশিয়ারি, আগামী দুই সপ্তাহে চরম অবস্থা ধারণ করতে পারে করোনাভাইরাস।
ভয়াবহ আকারে বাড়তে পারে আক্রান্ত এবং মৃতের সংখ্যা।

এর আগে, ৩০ মার্চ পর্যন্ত বিধিনিষেধ ছিলো যুক্তরাষ্ট্রে। নতুন সিদ্ধান্ত অনুসারে, ৩০ এপ্রিল পর্যন্ত সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে দেশটির নাগরিকদের। মার্কিন চিকিৎসকদের শঙ্কা, করোনার প্রকোপে দেশটিতে প্রাণ হারাতে পারে ১ লাখের বেশি মানুষ।

যুক্তরাষ্ট্রে এখন সবচেয়ে ভয়াবহ অবস্থা নিউইয়র্কে। শহরটিতে আক্রান্ত ৫৯ হাজারের বেশি। প্রাণ গেছে ৯৬৫ জনের।

ডোনাল্ড ট্রাম্প বলেন, আগামী দুই সপ্তাহ আমাদের জন্য খুবই কঠিন সময় অপেক্ষা করছে। এই সময়ের মধ্যে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হতে পারে। তাই সবাইকে বাড়তি সতর্ক থাকতে হবে। আমরা জানি সব ধরনের সামর্থ্য আছে আমাদের। সে অনুযায়ী প্রতিটি প্রাণ রক্ষায় দিন রাত কঠোর পরিশ্রম করছে যাচ্ছেন সেরা চিকিৎসক এবং গবেষকরা।

শেষ খবর পাওয়া পর্যন্ত সারা যুক্তরাষ্ট্রে ১ লাখ ৪২ হাজার ১০৬ জন
আক্রান্ত হয়েছেন। এ ভাইরাস প্রাণ কেড়ে নিয়েছে ২ হাজার ৪৭৯ জনের।
সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ২ হাজার ৬৮৬ জন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *