ফোর্ড মোটর আগামী তিন মাসের মধ্যে জিই হেলথ কেয়ারের সহযোগিতায় মিশিগানে ৫০,০০০ ভেন্টিলেটর উৎপাদন করবে। সোমবার এই গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান এক বিজ্ঞপ্তিতে সংবাদমাধ্যম জানায়।
ইপসিল্যান্টির রাউসনভিলি কম্পোনেন্টস প্ল্যান্টের সহযোগিতা ২০ এপ্রিল থেকে উৎপাদন শুরু করবে।
শুক্রবার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ফোর্ড এবং জেনারেল মোটরসকে ভেন্টিলেটর তৈরিতে দ্রুত এগিয়ে যাওয়ার আহ্বান জানানোর জানান। তার পরপরই ফোর্ড কর্তৃপক্ষ বলেছেন যে এটি মার্কিন সরকারকে তার লক্ষ্য পূরণে সহায়তা করতে ১০০ দিনের মধ্যে ১০০,০০০ ভেন্টিলেটর উৎপাদন করবে।
ভেন্টিলেটর আসলে কী? আর এর কাজই বা কী?
সহজভাবে বললে, রোগীর ফুসফুস যদি কাজ না করে তাহলে রোগীর নিঃশ্বাস-প্রশ্বাসের কাজটা ভেন্টিলেটর করে দেয়।
এর মাধ্যমে সংক্রমণের বিরুদ্ধে লড়তে এবং পুরোপুরিভাবে সেরে উঠতে রোগী হাতে কিছুটা সময় পান।
নানা ধরনের ভেন্টিলেশন যন্ত্র দিয়ে এই কাজটা করা হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, প্রায় ৮০% করোনাভাইরাস রোগী হাসপাতালের চিকিৎসা ছাড়াই সুস্থ হয়ে ওঠেন।
কিন্তু প্রতি ছয়জন রোগীর মধ্যে একজন গুরুতরভাবে অসুস্থ হতে পারেন, এবং তাদের নিঃশ্বাস-প্রশ্বাসে জটিলতা দেখা দিতে পারে।
এই ধরনের মারাত্মক কেসে, ভাইরাস রোগীর ফুসফুস বিকল করে দেয়।