যুক্তরাষ্ট্রে মর্টগেজ লোন পরিশোধে ১ বছরের ছাড় 


করোনাভাইরাস মহামারী দীর্ঘস্থায়ী হতে পারে আশঙ্কা  থেকে ট্রাম্প সরকার প্রস্তুতি নিতে শুরু করেছে। করোনা ভাইরাস মহামারির মধ্যে যেসব বাড়ির মালিকেরা চাকরি হারিয়েছেন তারা এবার স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। পরিস্থিতির উপর বিবেচনা করে তাদের ১২ মাসের মর্টগেজ বিল প্রদান স্থগিত করা হয়েছে।

মর্টগেজ জায়ান্ট ফ্যানি মে ও ফ্রেডি ম্যাকের মাধ্যমে, ফেডারেল রেগুলেটর ঋণদাতাদের বাড়ির মালিকদের প্রতি নমনীয় হওয়ার আদেশ দিয়েছেন। একই সাথে মর্টগেজ নিয়ন্ত্রকরা আশা করেন যে পুরো মর্টগেজ ইন্ডাস্ট্রি একই ধরনের নীতি দ্রুত গ্রহণ করবে। 

পরিকল্পনার আওতায় যেসব বাড়ির মালিক করোনাভাইরাস মহামারীতে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা যেকোনো অংকের অর্থ অথবা পুরো অর্থ পরিশোধ করতে পারবেন।

তবে বাড়ির মালিকদের মর্টগেজ প্রদান বন্ধ করতে তাদের মর্টগেজ পরিষেবা এজেন্টদের সাথে যোগাযোগ করতে হবে। তবে তাদের লোন সম্পূর্ণ মওকুফ করা হবে না। অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে ওঠার পর তাদেরকে আগের নিয়মে অর্থ দিতে হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *