করোনাভাইরাস মহামারী চলাকালীন মিশিগানে গত সপ্তাহে বেকার সুবিধার দাবি এখন আকাশচুম্বী।গত সপ্তাহে সর্বমোট ৩১১,০০০ বেকার ভাতা সহ অন্যান্য সুবিধার জন্য প্রাথমিক আবেদন করেছে যা তার আগের সপ্তাহের তুলনায় দ্বিগুণেরও বেশি।
আবেদন গুলি পূর্ববর্তী সপ্তাহে ১২৯,০০০ বাসিন্দা বেকার ভাতার জন্য আবেদন করেছিল।এর আগে ২০০৯ সালের জানুয়ারিতে নতুন দাবির জন্য সাপ্তাহিক রেকর্ডটি ছিল ৭৭,০০০।
অতিরিক্ত আবেদনের কারণে বিভিন্ন সময়ে ওয়েবসাইট ডাউন হয়ে গিয়েছে। তবে রেকর্ড সংখ্যক আবেদন মিশিগান রাজ্য কর্তাদের ভাবিয়ে তুলেছে রীতিমত।
মিশিগান গভর্নর সবাইকে ওয়েব সাইটে এপ্লিকেশন করার জন্য উৎসাহিত করলেও এখন তিনি সাময়িক সমস্যার কারণে হতাশা প্রকাশ করেছেন। তিনি মিশিগানের বেকার সমস্যা সহ অন্যান্য সমস্যা সমাধানের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।